খারাপ খবর; করোনার থাবা সিআরপিএফ ক্যাম্পে! আক্রান্ত ১২২ জওয়ান, মৃত ১।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত হারে ছড়িয়ে পড়ছে দেশে; হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কাল রেকর্ড বৃদ্ধি পেয়েছে সংক্রমন। ২২৯৩ জন আক্রান্ত হয়েছেন গতকাল এবং মারা গিয়েছেন ৭১ জন। এবার করোনা আঘাত হানল সিআরপিএফ জওয়ানদের ওপর। এখনও পর্যন্ত ১২২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের এই সংখ্যা শুধু মাত্র দিল্লির একটি ক্যাম্পেই। পূর্ব দিল্লির ময়ূরবিহারের সিআরপিএফ ৩১ নম্বর ব্যাটেলিয়ানদের ক্যাম্পে ছড়িয়েছে এই সংক্রমন।
উল্লেখ্য কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যাটেলিয়ানের এক জওয়ান। করোনার বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে শামিল ছিলেন তিনি। করতেন নার্সিং অ্যাসিস্টেন্টের কাজ। গত ১৭ই এপ্রিল তার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে; ২১ এপ্রিল রিপোর্ট আসে পজিটিভ।
এরপরেই একের পর এক জওয়ানের উপসর্গ দেখা দেয়; ৪৫ জনের শরীরে মেলে ভাইরাস! ১০০০ জওয়ান কে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। সেই ৪৫ জনের সংখ্যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১২২ এ! এখনও ১০০ জনের রিপোর্ট আসেনি। এই ঘটনায় উদবিঘ্ন স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যাটেলিয়ানের এক জওয়ান। করোনার বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে শামিল ছিলেন তিনি। করতেন নার্সিং অ্যাসিস্টেন্টের কাজ। গত ১৭ই এপ্রিল তার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে; ২১ এপ্রিল রিপোর্ট আসে পজিটিভ।
এরপরেই একের পর এক জওয়ানের উপসর্গ দেখা দেয়; ৪৫ জনের শরীরে মেলে ভাইরাস! ১০০০ জওয়ান কে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। সেই ৪৫ জনের সংখ্যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১২২ এ! এখনও ১০০ জনের রিপোর্ট আসেনি। এই ঘটনায় উদবিঘ্ন স্বরাষ্ট্র মন্ত্রক।
Loading...
কোন মন্তব্য নেই