Header Ads

খারাপের দিকে পরিস্থিতি, দেশের গ্রামাঞ্চলে শুরু করোনার দাপট;তালিকায় বাংলাও! #BreakingNews

coronavirus in india,coronavirus india,corona virus,coronavirus cases in india,india,corona virus update,corona in india,coronavirus,corona cases new in india,coronavirus india news,coronavirus updates india,coronavirus india lockdown,coronavirus update in india,coronavirus numbers in india,impact of coronavirus in india,top 5 coronavirus news in india,coronavirus patients in india,india coronavirus
নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। শুধু কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক জীবন শুরু করতে বলেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্য গুলো চাইলে চালাতে পারবে আন্তঃরাজ্য বাস বা পাবলিক ট্রান্সপোর্ট এই কথাও বলা হয়েছে। কিন্তু সমস্যা হল চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু বিধিনিষেধ উঠলেও দেশের করোনা পরিস্থিতি ক্রমাগতই খারাপের দিকে এগিয়ে চলেছে।
দেশে করোনা আক্রান্ত এখন ৯৬ হাজার ১৬৯ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের। আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের গ্রামগুলিতেও সংক্রমন ধরা পড়ছে করোনা ভাইরাস। ১৭ মে পর্যন্ত দেশের মোট ৭৩৬টি জেলার মধ্যে ৫৫০টি জেলায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। যেসব রাজ্যে করোনা গ্রামে দ্রুত ছড়িয়েছে, তার মধ্যে আছে বাংলাও। বাংলা ছাড়াও ঊড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্নাটক ও হরিয়ানার গ্এরামে দ্খরুত ছড়াচ্নছে সংক্ওরমণ। পর্যন্ত মোট করোনা রোগীর ২১ শতাংশ গ্রামে থাকেন। ভয়ের ব্যাপার হল এখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো চলছে তাই দেশের গ্রামগুলিতে করোনা ভাইরাস আরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে দেশের স্বাস্থ মন্ত্রক। উল্লেখ্য এখন পর্যন্ত দেশ জুড়ে মাত্র ২০ শতাংশ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে পেরেছেন, ৮০ শতাংশ এখনও প্রতীক্ষায়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.