Header Ads

করোনা রুখতে WHO-র ডাকে একজোট বিশ্ব; শুধু পাত্তা দিলনা ট্রাম্পের আমেরিকা।

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশ উজাড় হয়ে যাচ্ছে, মৃত্যুমিছিল যখন অব্যাহত তখনও WHO-র সাথে বিবাদ অব্যাহত রাখল আমেরিকা। নিজের দেশ যখন করোনা কে কিছুতেই বাগে আনতে পারছে না সেই অবস্থাতেও বিশ্ব স্বাস্থ সংস্থার ডাকা ভিডিও বৈঠকে সাড়া দিলনা মার্কিন যুক্তরাষ্ট্র।  শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকে, যে বৈঠকে বিশ্বের সমস্ত দেশের স্বনামধন্য রাষ্ট্র নায়করা অংশ নিলেও অংশ নেয়নি আমেরিকা।
  এই বৈঠকে ভাইরাস কে কিভাবে প্রতিহত করে মানব সভ্যতা কে বাঁচাতে হবে এবং ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে কিকি করতে হবে, প্রতিষেধক তৈরি করতে কতদিন লাগবে সব কিছু নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নিজেদের দেশে মৃত্যুমিছিল চললেও আমেরিকা হু'র সাথে মনোমালিন্য বজায় রেখে বৈঠকে অংশ নেয়নি। এই ঘটনায় অবাক বিশ্ব! প্রশ্ন উঠছে নিজের দেশে করোনার মৃত্যুমিছিল স্বত্বেও মাথা নোয়াতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কিন্তু কেন? নাগরিকের মৃত্যুর থেকেও কি বড় জেদ?
উল্লেখ্য,  ইতিমধ্যেই চিনের সাথে পক্ষপাতিত্ব করার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ চিন মৃত ও আক্রান্তের সংখ্যা আড়াল করছে, আর তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাত রয়েছে! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.