নিত্যপ্রয়োজনীয় পন্যের বাইরেও খোলা যাবে দোকানপাঠ, অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় দফার লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রকে। জরুরি পরিষেবা বাইরেও খোলা যাবে অন্যন্য দোকানপাঠ। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকা ঘোষণা করে জানিয়ে দেয় এবার থেকে নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যের দোকানও খোলা যাবে। শনিবার থেকে পুরসভা এলাকার বাইরের বসতিপূর্ন ও বাজার এলাকায় খোলা যাবে সমস্ত দোকান।
কিন্তু তাঁর জন্য মানতে হবে লকডাউনের নিয়ম। ৫০ শতাংশ কর্মচারী দিয়ে ব্যবসায়ীরা তাঁদের কাজ চালু করতে পারবেন। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু এই মুহুর্তেই খোলা হচ্ছে না শপিং মল বা সুপার মার্কেট গুলি। গত ২০ এপ্রিল থেকে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন। এর দ্বারা সাধারণ মানুষের কিছুটা সুবিধা হবে।

No comments