Header Ads

এবার রাষ্ট্রসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি!

নজরবন্দি ব্যুরো: রাষ্ট্রসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন টি এস তিরুমূর্তি।
গতকাল বিদেশমন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়।

১৯৮৫ সালে তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দান করেন। বর্তমানে বিদেশমন্ত্রকের অর্থনীতি বিষয়ক সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। বিদেশমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, "টি এস তিরুমূর্তি বর্তমানে মন্ত্রকের সচিব। তাঁকে নিউইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে।" রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিনের পরিবর্তে তিরুমূর্তিকে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৬-র জানুয়ারি থেকে রাষ্ট্রসংঘের এই পদে ছিলেন আকবরউদ্দিন।  তিনি অবসর নেওয়ায় এই পদে বসান হল টি এস তিরুমূর্তিকে। 

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.