Header Ads

কেন 'আনফলো' করা হল মোদিকে? ব্যাখ্যা দিয়ে জল্পনার অবসান ঘটাল হোয়াইট হাউস

নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৩ সপ্তাহ ফলো করার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট 'আনফলো' করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে। রাহুল গান্ধী মন্তব্য করেছেন কেন আনফলো করা হল তা খতিয়ে দেখা উচিৎ বিদেশ মন্ত্রকের। এবার সেই জল্পনার অবশান ঘটাল খোদ হোয়াইট হাউস। আমেরিকার এক শীর্ষস্থানীয় আধিকারিক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানালেন, এটাই নাকি দস্তুর।
 হোয়াইট হাউস শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানদের ফলো করে। সফর শেষ হলেই আনফলো করে দেওয়া হয়।এর সঙ্গে কোনও কূটনীতির সম্পর্ক নেই। মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর এবং রাষ্ট্রপতির দপ্তর-সহ ভারতের সঙ্গে সম্পর্কিত মোট ৫টি টুইটার অ্যাকাউন্ট 'আনফলো' করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। যা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.