Header Ads

১ লক্ষ দুস্থ মানুষের খাবারের জোগান দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নজরবন্দি ব্যুরোঃ ১ লক্ষ মানুষের বাড়িতে এক সপ্তাহের রেশন পৌঁছে দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। চাল, ডাল, আলু-সহ খাবারের প্যাকেট পাঠানো হয়েছে প্রতিটি বাড়িতে। পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদের বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সাপ্তাহিক রেশন। করোনা রুখতে গোটা দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। সংক্রণের প্রকোপ আটকাতে জনসাধারণকে ঘরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে। পরিবহন মন্ত্রীর পাঠানো খাবারের প্যাকেটে ছিল, চাল পাঁচ কেজি, ডাল ২ কেজি, মুড়ি ১ কেজি , বিস্কুট ৫ প্যাকেট।
 ইতমধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার মানুষের কাছে খাবারের প্যাকেট পৌঁছন হয়েছে। আজ এবং কাল মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে সেই একই খাবার প্যাকেট পৌঁছে দেওয়া হবে। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁদের কাছে বিনা মূল্যে চাল-গম পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের সকল প্রান্তে এখন তা পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই মুখ্যমন্ত্রি নির্দেশে প্রায় ১ লক্ষ মানুষের কাছে তিনি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। এর আগে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে তাঁদের বাড়িতেও খাবার পৌঁছে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.