নিজেদের টাকায় পড়ুয়াদের সাবান-বিস্কুট-চিড়ে দিয়ে সরকারি রোষানলে শিক্ষকরা; শোকজ!
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের সাথে রাজ্য সরকারের সমস্যা যেন মেতার নয়। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগে গত কয়েক বছর ধরেই প্রায় প্রতিদিন রাজ্যে কোন না কোন শিক্ষক সংগঠনের বিক্ষোভ, মিছিল বা ডেপুটেশন দেখা যেত রাজ্যে। রাস্তায় নেমে আন্দোলনের পাশপাশি, অনশন কোর্ট সবই দেখেছে রাজ্যবাসী। এর মধ্যেই করোনার প্রাদূর্ভাব, সব তিক্ততা ভুলে রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন সাধ্যমত সাহায্য করছে সাধারণ গরীব মানুষ থেকে সরকারি ত্রান তহবিল সব কিছুতেই। অনেক শিক্ষক ব্যাক্তিগত উদ্যোগে একাধিক কর্মসূচী নিয়েছেন।
এর মাঝেই চলছে সরকারের তরফে পড়ুয়াদের জন্যে স্কুলে স্কুলে চাল এবং আলু বিলি। আর এই চাল আলু বিলি নিয়েই সমস্যা দেখা দিল এবার। অভিযোগ মিড ডে মিলের গাইড লাইন অর্থাৎ শুধুমাত্র চাল আলু বিলি করেই খান্ত থাকেননি আমগাছিয়া লাল বাহাদুর এফ পি স্কুলের শিক্ষকরা; তাঁরা সন্তান সম পড়ুয়াদের জন্যে এই লকডাউনে নিজেদের অর্থে সরকার বরাদ্দ চাল আলু ছাড়াও মাথা পিছু কিনে এনেছিলেন একটি করে সাবান, বিস্কুটের প্যাকেট এবং চিড়ে ভাজার প্যাকেট! যা বিলিও করা হয় মিড ডে মিলের চাল আলুর সাথে। আর এতেই প্রশাসনের রোষানলে পড়েছেন ওই স্কুলের টিচার ইনচার্জ!
বিষ্ণুপুর ১ নম্বর সার্কেলের অন্তর্গত আমগাছিয়া লাল বাহাদুর এফ পি স্কুলের টিচার ইনচার্য কে চিঠি দিয়ে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে, সরকারি চাল আলুর পাশাপাশি কেন নিজেরা চিড়ে, সাবান এবং বিস্কুট দিলেন তাঁর সঠিক কারন দর্শাতে হবে চিঠি হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে!
এর মাঝেই চলছে সরকারের তরফে পড়ুয়াদের জন্যে স্কুলে স্কুলে চাল এবং আলু বিলি। আর এই চাল আলু বিলি নিয়েই সমস্যা দেখা দিল এবার। অভিযোগ মিড ডে মিলের গাইড লাইন অর্থাৎ শুধুমাত্র চাল আলু বিলি করেই খান্ত থাকেননি আমগাছিয়া লাল বাহাদুর এফ পি স্কুলের শিক্ষকরা; তাঁরা সন্তান সম পড়ুয়াদের জন্যে এই লকডাউনে নিজেদের অর্থে সরকার বরাদ্দ চাল আলু ছাড়াও মাথা পিছু কিনে এনেছিলেন একটি করে সাবান, বিস্কুটের প্যাকেট এবং চিড়ে ভাজার প্যাকেট! যা বিলিও করা হয় মিড ডে মিলের চাল আলুর সাথে। আর এতেই প্রশাসনের রোষানলে পড়েছেন ওই স্কুলের টিচার ইনচার্জ!
বিষ্ণুপুর ১ নম্বর সার্কেলের অন্তর্গত আমগাছিয়া লাল বাহাদুর এফ পি স্কুলের টিচার ইনচার্য কে চিঠি দিয়ে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে, সরকারি চাল আলুর পাশাপাশি কেন নিজেরা চিড়ে, সাবান এবং বিস্কুট দিলেন তাঁর সঠিক কারন দর্শাতে হবে চিঠি হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে!


No comments