Header Ads

লকডাউনে বাড়িতেই আছেন তাও হতে পারে করোনা সংক্রমণ! কি বলছে গবেষনা?

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস নিয়ে এক একটি গবেষনা প্রকাশ্যে আসছে আর আতঙ্ক বাড়ছে বিশ্ব জুড়ে! প্রথমে বলা হয়েছিল ১ মিটারের দূরত্ব বজায় রাখুন তাঁর পরের গবেষনায় প্রকাশ পেল আক্রান্তের শরীর থেকে ১৩ ফুট পর্যন্ত দূরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে সক্রিয়ভাবে। এবার দেখা গেল দূষিত বায়ুতে ভেষে অনেকদূর যেতে পারে করোনা ভাইরাস। ইতালি স্পেন ফ্রান্স এবং জার্মানির ৬৬টি অঞ্চলের মধ্যে মাত্র ৫টি অঞ্চলে করোনাভাইরাসে মৃত্যুর হার বেশি। সেগুলো তুলনামূলক ভাবে সবচেয়ে দূষিত অঞ্চল।
এর পরেই এই বিষয়ে গবেষনা শুরু করেন ইতালির একদল গবেষক, তাঁর পরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা দেখতে পান দুষিত বায়ুর দূষণ কণার উপর ভর করে অনেকদূর পর্যন্ত যেতে পারে করোনা ভাইরাস। বিজ্ঞানীরা খতিয়ে দেখেছেন, বেশিরভাগ দূষিত এলাকায় করোনা সংক্রমণের পরিমাণ বেশি। অর্থাৎ যে এলাকায় দুষন বেশি সেই এলাকায় দূষিত বায়ুর কণার সাহায্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সুতরাং আপনি লকডাউন মেনে বাড়িতে থাকলেও দূষিত বায়ুর প্রভাবে করোনা ভাইরাস পৌঁছে যেতে পারে আপনার বাড়ির মধ্যেই। দূষিত কণায় করোনা ভাইরাস বয়ে যেতে পারে এই তথ্যের পাশাপাশি আরও একটি ঝুঁকির কথা সামনে এসেছে। দূষিত বাতাসে নাইট্রোজেন-ডাই-অক্সাইডের পরিমান বেশি থাকে আর তাঁর গভীর সম্পর্ক রয়েছে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সাথে। ফলে বায়ু দূষিত এলাকায় কেউ করোনায় আক্রান্ত হলে তার মৃত্যুর ঝুঁকি বেশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.