Header Ads

আর পালানোর পথ নেই,এবার লকডাউন না মানলে ৫ ফুট দূর থেকেও ধরবে পুলিশ

নজরবন্দি ব্যুরোঃ চণ্ডীগড় পুলিশের ভিআইপি সুরক্ষা শাখা সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন অমান্যকারীদের ধরার জন্য নতুন উপায় খুঁজে পেয়েছেন। চণ্ডীগড়ের প্রশাসনের পক্ষ থেকে একটি অনন্য উপকরণ তৈরি করা হয়েছে।সেটি হল পাঁচ ফুট দীর্ঘ ধাতব রড দিয়ে তৈরি হয়েছে সেই উপকরণ।সেই ধাতব রডটির মুখের কাছে লাগানো টোভাসের মতো একটি অংশ।সেই অংশটি কোমরে আটকে ধরবে অমান্যকারীদের।ডিভাইসের অপর প্রান্তটি থাকবে পুলিশের হাতে।
তারা এমন একটি উপকরণ তৈরি করেছে যাতে আইন ভঙ্গ কারি কে ধরাও যাবে এবং তাকে ছোঁয়া যাবেনা।চণ্ডীগড় পুলিশ প্রধান সঞ্জয় বানওয়াল টুইটে যন্ত্র দিয়ে ধরার ছবি শেয়ার করেছেন।কি ভাবে যন্ত্রের সাহায্যে আইন অমান্যকারীদের ধরা হচ্ছে তার দারুণ নিদর্শন দেখা গেল তার শেয়ার করা ছবিতে।এর পাশাপাশি তিনি ক্যাপশনে লেখেন, আইন অমান্যকারী ব্যক্তিদের ধরার এর থেকে ভালো যন্ত্র আর কিছু হয়না।দারুন এক যন্ত্র বানিয়েছে ইন্সপেক্টর মনজিৎ, গুরদীপ, পবন আর ঊষা।দেশজুড়ে লকডাউন কিন্তু তবুও অনেকেই নিয়ম উলঙ্ঘন করছেন বাইরে বেরিয়েছেন। সেই সমস্ত মানুষকে যাতে দূরত্ব বজায় রেখে ধরা যায় সেই কারণেই এই যন্ত্র তৈরি করেছেন তারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.