Header Ads

আক্রান্ত ২ জন, এবার কলকাতায় সরকারি উদ্যোগে সাংবাদিকদের করোনা টেস্ট! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ মুম্বই, দিল্লি, চেন্নাইয়ের পর এবার কলকাতাতেও সাংবাদিক, চিত্র সাংবাদিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করল রাজ্য সরকার।কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন দুপুর ১২টায় ১৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। স্পর্শকাতর এলাকায় যাঁরা সরাসরি খবর করতে যাচ্ছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য অসমর্থিত সূত্র থেকে এদিন নজরবন্দির কাছে খবর আসে কলকাতার একটি প্রথমসারির বাংলা খবর পরিবেশনকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি অন্য আর এক সাংবাদিকের মা করোনা ভাইরাসে আক্রান্ত, সাংবাদিকের সোয়াব টেস্টের রিপোর্ট এখনও আসেনি। যেহেতু টিভি চ্যানেল এখনও প্রকাশ্যে কিছু ঘোষণা করেনি তাই সরাসরি সেই খবর পরিবেশন করা উচিত নয় বলে মনে হয়েছে আমাদের; কিন্তু সূত্রের খবর এই খবর মুখ্যমন্ত্রীর কানে যাওয়ার পরেই নড়ে চড়ে বসেন তিনি। এবং সাথেসাথেই সাংবাদিকদের স্বাস্থ পরীক্ষার নির্দেশ দেন। 
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬১, সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ২ জন মৃত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২০ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৫ জন।
 আজ পর্যন্ত মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১০ হাজার ৮৯৩। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১০১৩টি। উল্লেখযোগ্য ভাবে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন হাজারের কাছাকাছি টেস্ট করছে রাজ্য; যা অতন্ত গুরুত্বপূর্ণ। করোনা পজিটিভ রোগীর মধ্যে এখন পর্যন্ত রাজ্যে মৃত ৫৭ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ২০ জন। বাকি ৩৯ জনের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।
অর্থাৎ রাজ্যের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৬১+১০৫+২০+৩৯ = ৬২৫!
৪৬১ জন চিকিৎসাধীন।
 ১০৫ জন সুস্থ
 ২০ জন সরাসরি করোনা ভাইরাসের কারনে মৃত
৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর কারন অন্য।
 অর্থাৎ সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ৬২৫ জন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.