Header Ads

মেট্রোতে মানুষের স্পর্শ এড়াতে টোকেনের বদলে চালু হতে চলেছে স্মার্টকার্ড।

নজরবন্দি ব্যুরো: লকডাউন উঠলে মেট্রোর ভিড় আটকাতে কি ব্যবস্থা করা যায় সেই নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে মেট্রোতে টোকেনের ব্যবস্থা উঠে যেতে পারে। মানুষে মানুষে স্পর্শ এড়াতে টোকেনের বদলে স্মার্ট কার্ড চালু হতে পারে। লকডাউনের পর্ব মিটলে মেট্রো চালু হলেও মেট্রোতে সফরের সময় সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
 দুজন যাত্রীর মধ্যে প্রয়োজন অনুযায়ী দূরত্ব বজায় রাখতে হবে নিয়ম মেনেই লাইন করে রেকের মধ্যে প্রবেশ করতে হবে, নামতেও হবে সেই নিয়ম মেনেই। ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রতিটা স্টেশনে স্ক্রিনিং বাধ্যতামূলক। মঙ্গলবার লকডাউন নিয়ে একটি রিভিউ মিটিং করে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী। সেখানে মেট্রোরেল চালু করার বিষয়ে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.