Header Ads

লকডাউনের ভুয়ো নিয়মাবলী ছড়ানো হচ্ছে বিশ্বজুড়ে, জানিয়ে দিল WHO!

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়াতে বিপুল হারে ছড়িয়ে পড়া একপাতা নিয়মাবলী। যেখানে বলা হচ্ছে WHO এর প্রটোকল। এই ভাইরাস কে নিয়ন্ত্রণ করতে লকডাউন এর নিয়ম ও পদ্ধতি মানা হচ্ছে সেটা নাকি WHO এর প্রটোকল মেনেই করা হচ্ছে বলে ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে। শুধু নির্দেশিকার নকশায় একটু অদল বদল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি এই ভাইরাল হওয়া নিয়মাবলী সম্পূর্ণ ভুয়ো।WHO বলেছে আমাদের কোনো প্রটোকল নেই। কিন্তু যে নিয়মাবলী ভাইরাল হয়েছে তা কিন্তু মিলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। প্রথম ২২শে মার্চ জনতা কার্ফু গোটা দেশজুড়ে। তারপর ২৪শে মার্চ রাত ৮ টায় ঘোষণা হল ২১ দিনের লকডাউন। কিন্তু এখনো কেন্দ্রীয় সরকার আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন নি। যেসব দেশে লকডাউন করা হয়েছে তাঁরা নিজেদের মত করেছে যেমন
১) থাইল্যান্ড- গত শুক্রবার থেকে কার্ফু শুরু ৩০ এপ্রিল অবধি। রাত ১০ টা থেকে ভোর ৪টে। কেউ কারফিউ ভাঙলে তার দু বছরের জেল ও বারোশো ডলার জরিমানা।
২) পানামা- শুধু রবিবার লকডাউন হয়েছে। অন্যান্য দিন মহিলা ও পুরুষ আলাদা আলাদা দিনে দু ঘন্টার জন্য রাস্তায় বেরোতে পারবে।
৩) দক্ষিণ আফ্রিকা- ভারতের মতোই ২৪ শে মার্চ থেকে ২১ দিনের লকডাউন হয়েছে।
৪) নিউজিল্যান্ড- ২৫শে মার্চ থেকে এক মাসের লকডাউন করেছে।
৫)বেলজিয়াম- ১৭ ই মার্চ থেকে শুরু হয় ১৯ শে এপ্রিল অবধি।
 এর থেকে বোঝা যাচ্ছে প্রতিটা দেশ নিজের পরিস্থিতি অনুযায়ী নিয়মমাফিক লকডাউন করছে। হু এর এরকম কোন প্রটোকল নেই যা মানা হচ্ছে।
দেখুন সেই 'ফেক' প্রচার

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.