আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বামেদের; উপস্থিত থাকবেন বিমান বসু
নজরবন্দি ব্যুরো: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউনের মধ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বেশ চিন্তিত স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ২৮ জন মারা গেছেন। অন্যদিকে কেন্দ্রের জয়েন্ট স্বরাষ্ট্র সচিব পুনিয়া সলিয়া শ্রীবাস্তব জানিয়েছেন তবলিগি জামাতে অংশগ্রহণকারী এবং তাঁদের সংসর্গে থাকা ২৫০০০ মানুষ কে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে। পাশাপাশি হরিয়ানার ৫ টি গ্রাম কে সিল করে দেওয়া হয়েছে। এই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এখানেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আজ, মঙ্গলবার বিকালে নবান্নে যাচ্ছেন ১০ সদস্যের বাম প্রতিনিধি দল। নেতৃত্ব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। করোনা ভাইরাসকে কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয় নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
আজ দুপুর সাড়ে তিনটেয় নবান্নে বাম প্রতিনিধি দলকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এর আগেই সবরকম সাহায্য করার কথা জানিয়েছিল বামেরা। এমনকি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ডিওয়াইএফআই এর তরফে চিঠিও দেওয়া হয়েছিল অনুজ শর্মাকে। যদিও সেই চিঠির উত্তর মেলেনি বলেই সিপিআই(এম) সূত্রে জানা গিয়েছে। এদিনের বৈঠকে যে করোনা নিয়েই আলোচনা হবে সেটা জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
আজ, মঙ্গলবার বিকালে নবান্নে যাচ্ছেন ১০ সদস্যের বাম প্রতিনিধি দল। নেতৃত্ব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। করোনা ভাইরাসকে কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয় নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
আজ দুপুর সাড়ে তিনটেয় নবান্নে বাম প্রতিনিধি দলকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এর আগেই সবরকম সাহায্য করার কথা জানিয়েছিল বামেরা। এমনকি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ডিওয়াইএফআই এর তরফে চিঠিও দেওয়া হয়েছিল অনুজ শর্মাকে। যদিও সেই চিঠির উত্তর মেলেনি বলেই সিপিআই(এম) সূত্রে জানা গিয়েছে। এদিনের বৈঠকে যে করোনা নিয়েই আলোচনা হবে সেটা জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

No comments