করোনা আবহে স্বদেশি রিক্রুট প্রায় শেষ করে ফেলল ইস্টবেঙ্গল। দলে এলেন তিন তারকা ফুটবলার
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে লকডাউনের মাঝেই স্বদেশি রিক্রুট প্রায় শেষ করে ফেলল ইস্টবেঙ্গল। সোমবার ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, তিন প্রাক্তন তারকা কেভিন লোবো, শেহনাজ সিং এবং বিকাশ জাইরু আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলবেন। এরা প্রত্যেকেই আগে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়েছেন। এদের মধ্যে শেহনাজ গত মরশুমে ছিলেন এটিকেতে। জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। বিকাশ গত মরশুমে খেলেছেন জামশেদপুর এফসিতে। জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছেন সাতটি ম্যাচ। আর কেভিন লোব দীর্ঘদিন লাল-হলুদে ছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে লোবো খেলেছেন ১৫টি ম্যাচ। এর আগে স্বদেশি ফুটবলারদের মধ্যে বলবন্ত সিং, শঙ্কর রায়, নবীন গুরুংদের মতো তারকাদের সই করিয়েছে লাল-হলুদ। লকডাউনের মধ্যে লাল-হলুদের এই সক্রিয়তা বেশ চমকপ্রদ। অপরদিকে নতুন মরশুমে তাঁরা কোথায় খেলবেন এখনও নিশ্চিত করে বলতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা। তাছাড়া করোনা পরবর্তী সময় বিভিন্ন দেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। তাই বিদেশি ফুটবলার নিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিচ্ছে ইস্টবেঙ্গল।
জাতীয় দলের জার্সিতে লোবো খেলেছেন ১৫টি ম্যাচ। এর আগে স্বদেশি ফুটবলারদের মধ্যে বলবন্ত সিং, শঙ্কর রায়, নবীন গুরুংদের মতো তারকাদের সই করিয়েছে লাল-হলুদ। লকডাউনের মধ্যে লাল-হলুদের এই সক্রিয়তা বেশ চমকপ্রদ। অপরদিকে নতুন মরশুমে তাঁরা কোথায় খেলবেন এখনও নিশ্চিত করে বলতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা। তাছাড়া করোনা পরবর্তী সময় বিভিন্ন দেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। তাই বিদেশি ফুটবলার নিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিচ্ছে ইস্টবেঙ্গল।
Loading...
কোন মন্তব্য নেই