Header Ads

হাসপাতালে মোবাইল বন্ধ নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা; রাজ্যকে কড়া নির্দেশ আদালতের

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোবাইল ফোন  ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার মোবাইল ফোন নিয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ ও ব্যবহারের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
সেই মামলায় ৭ মে-র মধ্যে রাজ্যকে নিজের বক্তব্য জানাতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এই মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Covid-19 হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করা নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলাটি করেছিলেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা নব্যেন্দু বন্দ্যোপাধ্যায়।
অতি জরুরি শুনানির মামলার তকমা গতকালই দিয়েছিল আদালত। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলাটির শুনানি হয়।
মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, আজ হাইকোর্টে প্রধান বিচারপতি মামলাটি শোনেন। এর পরে বিচারপতি রাজ্যের স্বাস্থ্য দফতরকে মামলার কপি দিতে নির্দেশ দেন। পাশাপাশি, ৭ মে-র মধ্যে হাসপাতালে মোবাইল বন্ধের বিষয়ে রাজ্যের বক্তব্য জানানোর জন্য নির্দেশ দেন সরকারি আইনজীবীকে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.