Header Ads

নির্ধারিত সময়ের এক মাস আগেই চুক্তি শেষ করে দিচ্ছে কোয়েস, এক মাসের বেতন কম পাবেন লাল-হলুদের ফুটবলাররা

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তোলেন। কোয়াসের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন তাঁরা। তা সত্ত্বেও সমস্যা রয়েছে একই তিমিরে।করোনার জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের একমাস আগেই ফুটবলারদের চুক্তি শেষ করে দিচ্ছে কোয়েস। এই পরিস্থিতিতে পড়ে ক্ষুব্ধ ইষ্টবেঙ্গল ফুটবলাররা। সূত্রের খবর, আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে লাল-হলুদ ফুটবলাররা।
 এই বিষয়ে ইতিমধ্যেই নিজেদের এজেন্টদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন ইষ্টবেঙ্গলের ফুটবলাররা। কোন পথে সমস্যার সমাধান তাও চলছে আলোচনায়। যদি কোয়েস মনে করছে কোনও পথেই গিয়েই খুব একটা লাভ হবে না ইষ্ট বেঙ্গল ফুটবলারদের। কোয়েসের মতে, ফুটবলাররা যদি ফিফাতেও যান, তাতেও কোনও লাভ হবে না। কারণ, এমনিতেই করোনার জেরে উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে ফিফা ফুটবলারদের অনুরোধ করছে বেতন কম নিতে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, সব দিক বিচার করেই এই সময়কে চুক্তি বিচ্ছেদের সময় হিসেবে বেছে নিয়েছে কোয়েস।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.