রাতের আঁধারে জঙ্গী হামলা, ভারতীয় জওয়ানদের এনকাউন্টারে খতম ৪ সন্ত্রাসবাদী! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ করোনা হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্ব; করোনার গতি রোধ করতে কার্যত বন্ধ রাখতে হয়েছে মানব সভ্যতার অগ্রগতি কে, চলছে লকডাউন।
আর সেই লকডাউনের সুযোগেই বাড়ছে জঙ্গী দৌরাত্ব! গত কয়েক দিন ধরে মাঝেমধ্যেই জম্মু কাশ্মীরে অতর্কিতে হানা দিচ্ছে সন্ত্রাসবাদীরা। তাঁদের অত্যাচারে তটস্থ কাশ্মীরের বর্ডার সংলগ্ন বাসিন্দা রা। মাঝে মধ্যে গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষন করে মানুষ মারছে জঙ্গীরা।
গত কয়েকদিনে বেশ কয়েকজন নাগরিক যেমন নিহত হয়েছে তেমনই ভারতীয় জওয়ান দের দেওয়া গুলির জবাবে মারা গেছে অনেক জঙ্গীরাও। তেমনই ঘটনা ঘটল আজ, এদিন সন্ধ্যে নামার পর থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন জঙ্গি হামলা চালায় জম্মু-কাশ্মীরের কুল্গাম জেলার গুডার এরিয়াতে।
পরে সেনাবাহিনীর তৎপরতায় খুঁজে বার করা হয়ে সেই জঙ্গীদের মধ্যে ৪ জন কে; চার জঙ্গীই এনকাউন্টারে মারা গেছে। এই মুহুর্তে বাকিদের খজে তল্লাশি জারি রেখেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।
আর সেই লকডাউনের সুযোগেই বাড়ছে জঙ্গী দৌরাত্ব! গত কয়েক দিন ধরে মাঝেমধ্যেই জম্মু কাশ্মীরে অতর্কিতে হানা দিচ্ছে সন্ত্রাসবাদীরা। তাঁদের অত্যাচারে তটস্থ কাশ্মীরের বর্ডার সংলগ্ন বাসিন্দা রা। মাঝে মধ্যে গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষন করে মানুষ মারছে জঙ্গীরা।
গত কয়েকদিনে বেশ কয়েকজন নাগরিক যেমন নিহত হয়েছে তেমনই ভারতীয় জওয়ান দের দেওয়া গুলির জবাবে মারা গেছে অনেক জঙ্গীরাও। তেমনই ঘটনা ঘটল আজ, এদিন সন্ধ্যে নামার পর থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন জঙ্গি হামলা চালায় জম্মু-কাশ্মীরের কুল্গাম জেলার গুডার এরিয়াতে।
পরে সেনাবাহিনীর তৎপরতায় খুঁজে বার করা হয়ে সেই জঙ্গীদের মধ্যে ৪ জন কে; চার জঙ্গীই এনকাউন্টারে মারা গেছে। এই মুহুর্তে বাকিদের খজে তল্লাশি জারি রেখেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।
Loading...
কোন মন্তব্য নেই