Header Ads

"কেন্দ্রের প্রতিনিধি দল রাজনৈতিক ভাইরাস ছড়াতে এসেছে!" মন্তব্য ডেরেক ও'ব্রায়েনের

নজরবন্দি ব্যুরোঃ আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের প্রতিনিধি দলের আগমন ঘিরে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে। প্রথমে প্রতিনিধি দলকে করোনা আক্রান্ত জেলা পরিদর্শনের অনুমতি না দেওয়া হলেও পরে স্বরাষ্ট্র সচিবের নির্দেশে তাঁদের যেতে অনুমতি দেয় রাজ্য। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করে টুইট করলেন রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও'ব্রায়েন। রাজ্যে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দেগে ডেরেক বলেন "করোনা ভাইরাসের প্রকোপের বিরুদ্ধে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার দরকার, তখন রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে মোদী সরকার।" এমনকি কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সফরকে 'উদ্দেশ্যহীন' বলে উল্লেখ করে কড়া ভাষায় তোপ দেগেছেন তিনি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন কেন্দ্রীয় দল। তাঁদের অভিযোগ রাজ্যের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি এবং এমনকি পর্যাপ্ত সুরক্ষাও দেওয়া হয়নি। প্রতিনিধি দল ডুমুরজুলা স্টেডিয়ামের কোয়ারেন্টাইন সেন্টার ও উলুবেড়িয়ার সঞ্জীবনি হাসপাতাল পরিদর্শনের করেন। পরে ডুমুরজুলার স্টেডিয়ামে থাকা কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। শুক্রবার রেড জোন পরিদর্শনের পর রাজ্যের মুখ্যসচিবকে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে চিঠি দেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই চিঠির প্রেক্ষিতে টুইট করে প্রতিনিধি দলকে এক হাত নিলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক। তাঁর কথায় দলটি হটস্পট জেলাগুলিতে পরিদর্শন করেছে, ওই দলটি আসলে রাজনৈতিক ভাইরাস ছড়াতে এখানে এসেছে। তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমালোচনা হতে শুরু করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.