Header Ads

দেশে ২৫ হাজার; ব্যারাকপুরে নার্স এবং পুলিশ কর্মী সহ আক্রান্ত তিন! #Breakingnews

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে চোখে অদেখা শত্রু করোনা ভাইরাসের সাথে; বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ১ লক্ষ ৯৮ হাজার ৫৪৭ জনের। আক্রান্ত প্রায় সাড়ে ২৮ লক্ষ; সংক্রমণ হুহু করে বাড়ছে আমাদের দেশ এবং রাজ্যতেও।
শেষ খবর পাওয়া পর্যন্ত দেশ জুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪২ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৭৩২ জন। বাকি ১৮ হাজার ৫১২ জন চিকিৎসাধীন। অন্যদিকে কেন্দ্রের তথ্য অনুযায়ী রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত ৫৭১ জন!
সুস্থ হয়েছেন ১০৩ এবং শুধু করোনায় মৃত ১৮ জন! অর্থাৎ আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। এরই মধ্যে নতুন করে তিন আক্রান্তের খবর এল উত্তর ২৪ পরগনা থেকে। সূত্রের খবর ব্যারাকপুর মহকুমায় ৩ জন করোনা পজিটিভের সন্ধান মিলেছে। যার মধ্যে একজন নার্স এবং একজন প্রাক্তন পুলিশকর্মী।তিনজনই বারাসতের কদম্বগাছির COVID হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। তবে এখন পর্যন্ত স্বাস্থ দফতর এ বিষয়ে কিছু জানায়নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.