Header Ads

দেশে কবে কমবে করোনার প্রভাব? জানিয়ে দিলেন বিজ্ঞানীরা, কবে থেকে জানেন?

নজরবন্দি ব্যুরোঃ গোটা পৃথিবীর মানুষের এখন ১ টায় প্রশ্ন, কবে কমবে এই মারণ ভাইরাস করোনার প্রকোপ, কবে মানুষ মুক্তি পাবে এই বন্দীদশা থেকে? এই কঠিন ও এক মাত্র প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলেন সিঙ্গাপুরের বৈজ্ঞানিকরা। বিভিন্ন অঙ্ক করে তাঁরা জানিয়েছেন আমাদের দেশে করোনা সংক্রমণ কমবে ২২ মে। কিন্তু এর প্রকোপ থাকবে ডিসেম্বর পর্যন্ত।
সাসেপটিবল-ইনফেক্টেড-রিকভর্ড (এসআইআর) মডেল নামে এক জটিল অঙ্কের মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।মোট ১৩১ টি দেশের মডেল তৈরি করেছেন এই বিজ্ঞানীরা। ২০ এপ্রিলের নিরিখে ভারতে করোনার প্রকোপ ২১-২২ মে নাগাদ ৯৭ শতাংশ কমবে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের এই ধারণা যে ভ্রান্ত নয় তা বলা যাই কারণ মোটামুটি এই একই সময় বলেছেন আইসিএমআর এর ডাঃ বলরাম ভার্গবও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.