দেশে কবে কমবে করোনার প্রভাব? জানিয়ে দিলেন বিজ্ঞানীরা, কবে থেকে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ গোটা পৃথিবীর মানুষের এখন ১ টায় প্রশ্ন, কবে কমবে এই মারণ ভাইরাস করোনার প্রকোপ, কবে মানুষ মুক্তি পাবে এই বন্দীদশা থেকে? এই কঠিন ও এক মাত্র প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলেন সিঙ্গাপুরের বৈজ্ঞানিকরা। বিভিন্ন অঙ্ক করে তাঁরা জানিয়েছেন আমাদের দেশে করোনা সংক্রমণ কমবে ২২ মে। কিন্তু এর প্রকোপ থাকবে ডিসেম্বর পর্যন্ত।
সাসেপটিবল-ইনফেক্টেড-রিকভর্ড (এসআইআর) মডেল নামে এক জটিল অঙ্কের মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।মোট ১৩১ টি দেশের মডেল তৈরি করেছেন এই বিজ্ঞানীরা। ২০ এপ্রিলের নিরিখে ভারতে করোনার প্রকোপ ২১-২২ মে নাগাদ ৯৭ শতাংশ কমবে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের এই ধারণা যে ভ্রান্ত নয় তা বলা যাই কারণ মোটামুটি এই একই সময় বলেছেন আইসিএমআর এর ডাঃ বলরাম ভার্গবও।
সাসেপটিবল-ইনফেক্টেড-রিকভর্ড (এসআইআর) মডেল নামে এক জটিল অঙ্কের মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।মোট ১৩১ টি দেশের মডেল তৈরি করেছেন এই বিজ্ঞানীরা। ২০ এপ্রিলের নিরিখে ভারতে করোনার প্রকোপ ২১-২২ মে নাগাদ ৯৭ শতাংশ কমবে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের এই ধারণা যে ভ্রান্ত নয় তা বলা যাই কারণ মোটামুটি এই একই সময় বলেছেন আইসিএমআর এর ডাঃ বলরাম ভার্গবও।
কোন মন্তব্য নেই