রাজ্যে ফের নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত নন্দীগ্রামের ব্যাঙ্ক কর্মী
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ফের নতুন করে এক ব্যক্তির দেহে মিলল করোনা ভাইরাস।আক্রান্ত ওই ব্যাংক কর্মীকে ইতিমধ্যেই পাঁশকুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে শনাক্ত করে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিভাবে তিনি সংক্রমিত হলেন তা এখনও স্পষ্ট নয়।
প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের সমবায় ব্যাংকের ওই কর্মীর শরীরে ভাইরাসের সংক্রমণ মেলে। এরপর শুক্রবার তাকে পাঁশকুড়ার করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁকে চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা। ঘটনার খবর চাউর হতেই নন্দীগ্রামের ওই সমবায় ব্যাংক ৩ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগেই নন্দীগ্রাম সংলগ্ন এলাকায় ব্যাপক ভাবে নজরদারি চালানো শুরু করে প্রশাসন। জায়গায় জায়গায় পুলিশি টহলদারি জারি রয়েছে, চলছে নাকা তল্লাশি। কোনভাবেই ভিড় কিংবা জমায়েত করতে দিচ্ছে না পুলিশ। খাদ্য সামগ্রী দোকান নেই কিংবা খাদ্য সামগ্রী বিক্রির সময় ও দূরত্ব মিনেই লাইনে দাঁড়াতে হচ্ছে বাসিন্দাদের। আগেই পূর্ব মেদিনীপুরকে রাজ্যের মধ্যে একটি করোনা হটস্পট কেন্দ্র হিসাবে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে। সংক্রমণ এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সংক্রমণ এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হটস্পট এলাকার ৭ কিলোমিটারের মধ্যে 'বাফার জোন' তৈরি করে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বিনা কারণে সাধারণ মানুষকে কোনভাবেই বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছে না। রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও কোনভাবেই সংক্রমণ এড়ানোর যাচ্ছে না। সেই পরিস্থিতিতে মেদিনীপুরের নন্দীগ্রামে ফের নতুন করে করোনা আক্রান্তের খবর মেলায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কয়েকগুণ বাড়েছে।
আগেই নন্দীগ্রাম সংলগ্ন এলাকায় ব্যাপক ভাবে নজরদারি চালানো শুরু করে প্রশাসন। জায়গায় জায়গায় পুলিশি টহলদারি জারি রয়েছে, চলছে নাকা তল্লাশি। কোনভাবেই ভিড় কিংবা জমায়েত করতে দিচ্ছে না পুলিশ। খাদ্য সামগ্রী দোকান নেই কিংবা খাদ্য সামগ্রী বিক্রির সময় ও দূরত্ব মিনেই লাইনে দাঁড়াতে হচ্ছে বাসিন্দাদের। আগেই পূর্ব মেদিনীপুরকে রাজ্যের মধ্যে একটি করোনা হটস্পট কেন্দ্র হিসাবে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে। সংক্রমণ এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সংক্রমণ এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হটস্পট এলাকার ৭ কিলোমিটারের মধ্যে 'বাফার জোন' তৈরি করে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বিনা কারণে সাধারণ মানুষকে কোনভাবেই বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছে না। রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও কোনভাবেই সংক্রমণ এড়ানোর যাচ্ছে না। সেই পরিস্থিতিতে মেদিনীপুরের নন্দীগ্রামে ফের নতুন করে করোনা আক্রান্তের খবর মেলায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কয়েকগুণ বাড়েছে।

No comments