Header Ads

করোনা ঠেকাতে ১০ দফা নির্দেশিকা জারি মুখ্যসচিবের

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। কিন্তু তার পরেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮০ জন। মৃত্যু হয়েছে ৭২৫ জনের। চিকিৎসাধীন আছে ১৭ হাজার ৪৩৪ জন। আমাদের রাজ্যেও আক্রান্তের সংখ্যা ৩৮৫, মৃত্যু হয়েছে ১৮ জনের। এ নিয়ে আবার কেন্দ্র-রাজ্যের সংঘাত ফের মাথাচাড়া দিয়েছে।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শহরগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। করোনা রুখতে ১০ দফা নির্দেশিকা জারি করলো রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। আজ সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে নবান্নে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। কি সেই নির্দেশিকা? নমুনা সংগ্রহের ১২ ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট দিতে হবে। কোনও রোগীকে ফেরাতে পারবে না মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি। রেফারের ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওয়ার্ডে মৃতদেহ বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। দ্রুতি গাইডলাইন মেনে সরিয়ে ফেলতে হবে। হাসপাতালগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে। চিকিত্স।ক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই পরা বাধ্যতামূলক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.