Header Ads

আতঙ্কের মধ্যেও সুখবর, দেশের ৯‌টি রাজ্য এখন করোনা মুক্ত

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। কিন্তু তার পরেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮০ জন। মৃত্যু হয়েছে ৭২৫ জনের। চিকিৎসাধীন আছে ১৭ হাজার ৪৩৪ জন। আর এরই মধ্যে সুখের খবর হল করোনামুক্ত দেশের ৯‌টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল।
 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে অরুণাচলপ্রদেশ, গোয়া, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, দমন ও দিউ, দাদর এবং নগরহাভেলি, লাক্ষাদ্বীপ এবং ত্রিপুরা। সরকার সূত্রে খবর, এই অঞ্চলগুলি থেকে করোনা সন্দেহে যাঁদের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তাঁদের ফলাফল নেগেটিভ এসেছে। এগুলির মধ্যে গোয়া এবং মণিপুরকে প্রথম করোনামুক্ত হিসাবে ঘোষণা করা হয়। সে সময়ই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়াকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করার আবেদন জানান কেন্দ্রের কাছে। করোনামুক্তির এই তালিকায় সর্বশেষ সংযোজন ত্রিপুরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.