Header Ads

করোনা ভাইরাসে আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নার্স! #BreakingNews

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলল। এই নার্স কয়েকদিন ধরেই করোনার উপসর্গ নিয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার তাঁর লালার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে এবং তাঁকে সোমবার মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই নার্স কালিম্পংয়ের মৃত মহিলার চিকিৎসায় যুক্ত ছিলেন।
অন্যদিকে এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৬১ জন। আক্রান্তদের মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের সদস্য। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কালিম্পঙে মৃত এক মহিলা-সহ ওই পরিবারের মোট ১১ জন করোনায় আক্রান্ত। আলিপুর কমান্ড হাসপাতালের চিকিৎসক-সহ ওই পরিবারের মোট ৫ জন করোনা আক্রান্ত। এছাড়া, হলদিয়ায় একই পরিবারের ২ জন, এগরার ১২ জন, তেহট্টের ৫ জন এবং হাওড়ার ৮ জন করোনায় আক্রান্ত বলে জানান তিনি।
তিনি আরও বলেনন, রাজ্যে করোনা আক্রান্তের ৯৯ শতাংশ তেই বিদেশি যোগ রয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.