বিবাহ বার্ষিকীর আগেই স্বামীর জন্য লাড্ডু বানাতে ব্যস্ত বিপাশা, ভাইরাল ভিডিও দেখে নিন এক নজরে
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের হট অভিনেত্রী বিপাশা বসু।একসময়ে তিনি তার অভিনয় দিয়ে সকলের মন জিতেছিলেন।তার ফ্যাশনের ট্রেন্ড থেকে স্টাইল অনবদ্য।রাজ, জিসম, রাজ ৩, ধূম ২, ফির হেরাফেরি, নো এন্ট্রি, অ্যালোন-সহ বহু ছবিতে অভিনয় করেছেন বিপাশা।বলিউডের বোল্ড অভিনেত্রীদের মধ্যে তিনি রয়েছেন প্রথম সারিতে।বলিউডের অভিনেতা জন ইব্রাহিমের সাথে বিপাশার বহু দিনের সম্পর্ক তা অজানা নয়।কিন্তু বহু দিনের সম্পর্ক হওয়া সত্ত্বেও জন ও বিপাশা বিচ্ছেদ হয়।
জন এর আগেও তিনি আরো অনেকের সাথে সম্পর্কে জড়ান সে সমস্ত কথাও বলিউড পাড়ায় শোনা যায়।তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে ২০১৬ সালের ৩০ এপ্রিলে প্রেমিক ও সহকর্মী করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা৷আর এক পরই ৩০ এপ্রিল তাদের বিবাহ বার্ষিকী। আর সেই উপলক্ষ্যেই বিপাশা বসু বেসনের লাড্ডু বানাচ্ছেন স্বামী করণ সিং গ্রোভারের জন্য।আর তার এই লাড্ডু বানানোর ভিডিও আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়।আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।এখনো ১ দিন বাকি বিবাহ বার্ষিকী কিন্তু তার তোড়জোড় আগে থেকেই শুরু করে দিয়েছে বিপাশা।
https://www.instagram.com/p/B_eSiZvjHv4/
https://www.instagram.com/p/B_eSiZvjHv4/
Loading...
কোন মন্তব্য নেই