Header Ads

করোনার মৃদু উপসর্গ দেখা দিলে বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসার নির্দেশ কেন্দ্রের

নজরবন্দি ব্যুরোঃ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সোমবার জানিয়েছিলেন করোনা আক্রান্তরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করাতে পারবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করলেও এবার মুখ্যমন্ত্রীর সুরেই কথা বলতে শোনাগেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে করোনা আক্রান্তরা সেল্ফ আইসোলেশনে নিজের বাড়িতেই থাকতে পারেন। তবে তার জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আছে। কোন ব্যক্তির মৃদু উপসর্গ দেখা গেলে তাঁকে চিকিৎসকের শংসাপত্র দেখালে হোম আইসোলেশনের অনুমতি দেওয়া হবে। তবে পরিবারের সদস্যদের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখেই থাকতে হবে। তাঁর সর্বক্ষন দেখাশোনা করবেন এমন কাউকে থাকতে হবে। নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যিনি আক্রান্তের দেখভাল করবেন তাঁকে নিয়ম মেনে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে।
 মোবাইলে স্বাস্থ্য সেতু অ্যাপ রেখে গাইডলাইন ফলো করতে হবে। আক্রান্ত যদি মনে করেন তাঁর শ্বাসকষ্ট হচ্ছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রসঙ্গত, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও ঠিক একই রকম কথা বলেছিলেন সোমবার। কিন্তু তাঁর বিবৃতির পর প্রশ্ন তোলেন রাজ্যের অধিকাংশ মানুষ। রাজ্যে যখন চিকিৎসকরাই ভাইরাস আটকাতে হিমশিম খাচ্ছেন তখন কিভাবে একজন করোনা আক্রান্ত বাড়িতে থেকে নিজের চিকিৎসা নিজে করবেন। রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। তবে সমালোচনার জেরে ভোল বদল করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা বদলে তড়িঘড়ি রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানায়, করোনা আক্রান্ত নয়, হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন শুধুমাত্র করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণার মতই কেন্দ্রও একই পথে হাঁটায় সাধারণ মানুষের বাঁচা মরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.