হাসপাতালে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ প্রসঙ্গে কটাক্ষ অধীর চৌধুরীর; সারা শরীর স্যানিটাইজ করার দাবি
নজরবন্দি ব্যুরো: সম্প্রতি হাসপাতালে মোবাইল নিয়ে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবার সেই নির্দেশ নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। তিনি এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, "আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলব, একটা কথা আছে বাংলায়, বজ্র আঁটুনি ফসকা গেরো। গোটা রাজ্য জুড়ে লক ডাউন যেভাবে মানা হচ্ছে না, তার বিরুদ্ধে যদি সরকার সচেতন হত, তাহলে এই রাজ্যের মানুষের উপকার হত।" এর পরে তিনি আরও বলেন, "প্রতিটা হাসপাতালে পুরো দেহ স্যানিটাইজ করা হোক। দিল্লি, বেঙ্গালুরুতে এই পদ্ধতি রয়েছে। এরাজ্যে এই পদ্ধতি চালু করা হলে হাসপাতালে আর মোবাইল নিষিদ্ধ করা হত না।"
প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। মঙ্গলবারই এবিষয়ে নবান্নের তরফে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের পথে আসবে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে নবান্নের তরফে জানা গিয়েছে, মোবাইল ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির করা হল। প্রশাসনের তরফে বলা হয়েছে যে, চিকিৎসক, নার্স কিংবা রোগী সকলকেই নির্দিষ্ট জায়গায় মোবাইল জমা রেখে ঢুকতে হবে হাসপাতালে। মোবাইলের বিনিময়ে প্রত্যেকে একটি টোকেন পাবেন।
দিনের শেষে বাড়ি ফেরার আগে হাসপাতাল ছাড়ার সময় ওই রসিদ দেখালেই মিলবে জমারাখা মোবাইল। তবে হাসপাতালে থাকাকালীন মোবাইল না থাকায় যাতে না সমস্যায় পড়তে হয়, সেই কথা মাথায় রেখে সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। মঙ্গলবারই এবিষয়ে নবান্নের তরফে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের পথে আসবে বলে মনে করা হচ্ছে।
দিনের শেষে বাড়ি ফেরার আগে হাসপাতাল ছাড়ার সময় ওই রসিদ দেখালেই মিলবে জমারাখা মোবাইল। তবে হাসপাতালে থাকাকালীন মোবাইল না থাকায় যাতে না সমস্যায় পড়তে হয়, সেই কথা মাথায় রেখে সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
কোন মন্তব্য নেই