ঈশ্বরের রূপে নার্স নীলিমা; ১০৮ অ্যাম্বুলেন্সে জন্ম নিল যমজ শিশু। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু মিছিল অব্যাহত। করোনা ঠেকানোর ভ্যাকসিন আবিষ্কারের আগে একমাত্র দাওয়াই লকডাউন যা বিশ্বের সাথে সাথে চলছে আমদের দেশেও। কিন্তু লকডাউন অবস্থায় করোনা বহির্ভুত অন্য চিকিৎসা তেমন ভাবে পাচ্ছেন না সাধারণ মানুষ বলে অভিযোগ উঠছে। হাসপাতাল খোলা থাকলেও রোগী নিয়ে যাওয়ার গাড়ি অমিল আবার কোথাও পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স। এই অবস্থায় দেশের ২২টি রাজ্যে ত্রাতার ভূমিকা নিচ্ছে ১০৮ অ্যাম্বুলেন্স। এক্কেবারে ফ্রি পরিষেবা।
আর সেই ১০৮ অ্যাম্বুলেন্সে নার্স নীলিমা সাওন্তের হাত ধরে পৃথিবীর আলো দেখল দুই নবজাতক। গোয়ার এক অন্তস্বত্তা মহিলার প্রসব যন্ত্রণা উঠলে বাড়ির সদস্যরা ফোন করেন ১০৮ অ্যাম্বুলেন্সের জন্যে। অ্যাম্বুলেন্স আসে, মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে যেতেই চরম পরিস্থিতির উদ্ভব হয়। অগত্যা কাজে লেগে পড়েন চলন্ত অ্যাম্বুলেন্সে থাকা কর্তব্যরত নার্স নীলিমা সাওয়ন্ত, তাঁকে সহযোগীতা করেন অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থকর্মী সীমা পারিত এবং শ্রীতন কুদেনকার। অবশেষে সফল হন তাঁরা, জন্ম নেয় ফুটফুটে ট্যুইন্স। ট্যুইন্সের মা জানিয়েছেন নীলিমাদেবি ঈশ্বরের রূপে এসে আমাদের রক্ষা করলেন।
ঘটনাটি কিছুক্ষন আগে জানিয়েছেন গোয়ার স্বাস্থমন্ত্রী বিশ্বজিৎ রানে।
Loading...
কোন মন্তব্য নেই