Header Ads

করোনা রুখতে হাওড়া জেলায় শুরু হল 'অপারেশন কোভিড জিরো'

নজরবন্দি ব্যুরোঃ সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই হাওড়া সিটি পুলিশ এলাকার চারটি থানা এলাকা সম্পূর্ণ লকডাউন করল জেলা প্রশাসন। এই থানাগুলি হল মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, ও শিবপুর। এই সম্পূর্ণ লকডাউনে খোলা থাকবে না ওই চারটি থানা এলাকার কোনও বাজার, দোকান। এমনকী ওষুধের দোকানও বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কোথাও লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ইতিমধ্যে পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ওই চারটি থানা এলাকায় কাঁচা সবজি ও অন্যান্য খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি হোম ডেলিভারি দেবে পুলিশ ও পুরসভার কর্মীরা।
 ওষুধপত্রও বাড়িতে পৌঁছে দেবে পুলিশ। মূলত সংক্রমণ ছড়িয়ে পড়ার সংখ্যা দেখেই থানাগুলি নির্ধারণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই এই চারটি থানা এলাকায় বাড়ি থেকে কেউই বেরতে পারছেন না। কোথাও লকডাউন ভাঙলে বা বাড়ি থেকে বেরলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কড়া পুলিশি ব্যবস্থা। বাজার, মুদিখানা, ওষুধ হোম ডেলিভারির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে 'অপারেশন কোভিড জিরো'।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.