Header Ads

রেশন দোকান খোলা থাকবে দিনে দুবার, ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের একাধিক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সাধারারন মানুষ পর্যাপ্ত রেশন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বেশ কয়েকবার রেশন ডিলারদের সতর্ক করা পরেও দুর্নীতি বন্ধ হয়নি, বদলি করা হয়েছে খাদ্যসচিবকে। সাধারন মানুষের চাহিদা মেটাতে রেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যের সমস্ত রেশন দোকান দিনে দুবার খুলতে হবে বলে নির্দেশিকা জাঋ করেছেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশিকা পালন করতে হবে ২৪ থেকে ৩১ মে পর্যন্ত। প্রতিদিন কোন সময় থেকে কোন সময় অবদি দোকান খোলা থাকবে তাও জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
 সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টো থেকে রাত ৮টা এই দুই দফায় রেশন দোকান খোলা থাকবে। গতকাল অর্থাৎ ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে রমজান মাস। গোটা দেশ করোনার কবলে। সেই কারণে এই বছর রমজানের একমাস নিজেদের ঘর থেকেই নামাজ পরার জন্য সকলকে অনুরোধ জান্নিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৫ মে ইদ। ওই দিন সমস্ত রেশন দোকন বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন। লকডাউনের কারণে বন্ধ রোজগার। মিলছে না পর্যাপ্ত খাদ্য সামগ্রী। রাজ্যের একাধিক জায়গায় রেশন না পাওয়ায় মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বদলি করা হয়েছে খাদ্যসচিবকে। সঠিক ভাবে রেশন বন্টন হচ্ছে কি না তা দেখার জন্য খোদ মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.