Header Ads

মুম্বই, চেন্নাইয়ের পর এবার কোলকাতার সংবাদ মাধ্যমের কর্মীদেরও হবে করোনা টেস্ট


নজরবন্দি ব্যুরোঃ একদিকে করোনা ভাইরাস ক্রমশ জীবন কেড়ে নিয়ে চলেছে। দেশের অধিকাংশ দেশেই বড়সড় আকারেই থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। দেশে চলছে লকডাউন। তবুও করোনার বাড়বাড়ন্ত কমান যাচ্ছে না। দেশের সাথে আমাদের রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।আক্রান্তের সংখ্যা ৪৬১। মৃত্যু হয়েছে ২০ জনের। বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২৪৫ জনের। আর এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সংবাদ মাধ্যমের কর্মীরা।
তাই তাঁদের করোনা সংক্রামণ হবার সম্ভবনা রয়েছে। এবার সেই কথা মাথায় রেখে মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতায়ও সাংবাদিক, চিত্র সাংবাদিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা কড়া হল। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন দুপুর ১২টায় ১৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। স্পর্শকাতর এলাকায় যাঁরা সরাসরি যাচ্ছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.