Header Ads

প্লাজমা থেরাপিতে বড়সড় সাফল্য ভারতের! প্রথমবার প্রয়োগেই সুস্থ দিল্লির এক করোনা আক্রান্ত

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের কোন নির্দিষ্ট অ্যান্টিডোট এখনও পর্যন্ত বাজারে না আসায় আতঙ্ক আর মৃত্যু ভয় আমাদের দেশে একফোটাও কমেনি। দিনদিন যে হারে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ আর উৎকন্ঠা ক্রমেই বাড়ছে। সেই আবহে আমাদের দেশে আসার আলো নিয়ে এলেন চিকিৎসকরা। দেশের মধ্যে প্রথম যে করোনা রোগীর দেহে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল তিনি সম্পূর্ণ সুস্থ। গত ৪ এপ্রিল দিল্লির ওই প্রৌঢ়ের দেহে করোনা ভাইরাসের জীবাণু মেলে। তাঁর দেহে দেশের মধ্যে প্রথমবার প্লাজমা থেরাপি দেওয়া হয়। আর তাতেই রীতিমত সাফল্য মিলেছে।
 সূত্রের খবর, ওই ব্যক্তির দেহে মারণ ভাইরাস করোনার উপসর্গ দেখা দেওয়ায় তড়িঘড়ি দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্রমশ শরীরের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে আলাদা করে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তাঁর নিউমোনিয়া হয়ে যায়। পরে ভেন্টিলেশনে রাখা হয়। ক্রমশ অবিস্থা খারাল হচ্ছে দেখে তাঁর দেহে প্লাজমা থেরাপি দেওয়ার কথা ভাবেন চিকিৎসকরা। করোনা থেকে সেরে ওঠা এক ব্যক্তিকে চিহ্নিত করে তাঁর প্লাজমা নিয়ে প্রয়োগ করা হয় দিল্লির আক্রান্তের দেহে। এরপর থেকে ক্রমশ সেরে উঠতে থাকেন। পরে ভেন্টিলেশন থেকে তাঁকে বের করে আনা হয়। রবিবার তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় ডিসচার্জের অনুমতি দেওয়া হয়। ভারতে প্লাজমা থেরাপি প্রথমবার প্রয়োগ করেও সাফল্য মেলায় উচ্ছ্বসিত চিকিৎসকরা। করোনা নিয়াময়ে দেশের এক নতুন পথ উন্মোচিত হল বলে মনে করছেন চিকিৎসকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.