৩ মের পরেও শর্তসাপেক্ষে অব্যাহত থাকবে লকডাউন জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।#BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপে বিধ্বস্ত বিশ্ব! আমাদের দেশের হুহু করে বাড়ছে সংক্রমণ। আপাতত কোন ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় দাওয়াই লকডাউন। আজ প্রধানমন্ত্রী বৈঠক করেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে মাধ্যম ছিল লাইভ ভিডিও কনফারেন্সিং। সেই বৈঠকে বিভিন্ন রাজ্য লকডাউনের পক্ষে সওয়াল করেন। এরপরেই প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন লকডাউনের সীমা বাড়ানো হবে।
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি জানিয়ে দেন "দো গজ কে দুরি হল প্রধান অস্ত্র,এই মারণ ভাইরাসকে রুখতে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।" রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভয় পেতে বারন করে তিনি জানিয়ে দেন "তারা যেন নিজের রাজ্যের রেড জোনগুলিকে ক্রমে কমলা ও পরে সেগুলিকে সবুজ জোনে পরিণত করার চেষ্টা করেন"। মাস্ক যেন অভিন্ন অঙ্গ হয়েওঠে প্রতিটি মানুষের সে বিষয়েও তিনি সজাগ থাকতে বলে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে।
লকডাউনের বিষয়ে জানিয়েদেন ৩ মের পরেও দেশের সমস্ত রেড জোনে লকডাউন জারি থাকবে আর গ্রিন জনে দেওয়া হবে শর্তসাপেক্ষে ছাড়।
তিনি জানিয়ে দেন করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা অনুয়ায়ী রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করে লকডাউন তোলার পরিকল্পনা সাজাতে হবে। রেড জোনগুলিকে ধীরে ধীরে অরেঞ্জ এবং অরেঞ্জ জোনকে গ্রিন জোনে অর্থাৎ সংক্রমণমুক্ত এলাকায় পরিণত করার চেষ্টা জারি রাখতে হবে। পাশাপাশি ৩ মে-র পরের পরিকল্পনা আগাম ছকে রাখার জন্য মুখ্যমন্ত্রীদের বলেছেন প্রধানমন্ত্রী। ২০ এপ্রিল থেকে আর্থিক কর্মকাণ্ডে ছাড় দেওয়া হয়েছে
লকডাউনের বিষয়ে জানিয়েদেন ৩ মের পরেও দেশের সমস্ত রেড জোনে লকডাউন জারি থাকবে আর গ্রিন জনে দেওয়া হবে শর্তসাপেক্ষে ছাড়।
তিনি জানিয়ে দেন করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা অনুয়ায়ী রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করে লকডাউন তোলার পরিকল্পনা সাজাতে হবে। রেড জোনগুলিকে ধীরে ধীরে অরেঞ্জ এবং অরেঞ্জ জোনকে গ্রিন জোনে অর্থাৎ সংক্রমণমুক্ত এলাকায় পরিণত করার চেষ্টা জারি রাখতে হবে। পাশাপাশি ৩ মে-র পরের পরিকল্পনা আগাম ছকে রাখার জন্য মুখ্যমন্ত্রীদের বলেছেন প্রধানমন্ত্রী। ২০ এপ্রিল থেকে আর্থিক কর্মকাণ্ডে ছাড় দেওয়া হয়েছে
Loading...
কোন মন্তব্য নেই