দ্বিতীয় দফায় লকডাউনের আওতা থেকে ছাড় আরও বেশকিছু ক্ষেত্রে, জানুন
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে চলছে লকডাউন। প্রথম পর্বে লকডাউন্র মেয়াদ ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু গোটা দেশজুরে যে ভাবে সক্রমন ছড়াচ্ছে সেই দিকে লক্ষ রেখে মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেন ৩ মে পর্যন্ত। প্রথম পর্বে জরুরি অত্যাবশকীয় জিনিসে ছাড় ছিল। ওষুধের দোকান, বাজার বাদে বন্ধ ছিল সমস্ত কিছু। করোনার জেরে দেশের অর্থনৈতীর উপর প্রভাব পড়েছে বিশাল মাত্রায়। সমস্ত কিছু বন্ধ হওয়াতে সাধারণের রোজগারও বন্ধ। লকডাউনের এই দ্বিতীয় পর্বে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা জানিয়েছে কেন্দ্র। অর্থা আরও কিছু ক্ষেত্র থাকবে লকডাউনের আওতার বাইরে।
ইতিমিধ্যেই সরকার কৃষিক্ষেত্র এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ছাড় দিয়েছে। মঙ্গলবার আরও কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করে প্রত্যেক রাজ্যকে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কারণ পরিস্থিতিকে আসতে আসতে হালকা করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে যে নির্ডেশিকা পাঠানো হয়েছে তাতে যে যে ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে তা উল্লেখ করে জানানো হয়েছে। ক্ষেত্র গুলি হল - কৃষিকাজের গবেষণা কেন্দ্র, চালকল, ডালকল, শহরাঞ্চলের বেকারি,পাঠ্যবইয়ের দোকান, ফ্যানের দোকান মোবাইল রিচার্জ এবং প্রিপেড সেন্টার ছাড় এবং যারা আয়ার কাজ করেন তারাও এই আওতার বাইরে।
কোন মন্তব্য নেই