Header Ads

অবশেষে কোয়ারান্টাইন থেকে বাড়ি ফিরলেন তাবলিঘি জামাতের ৮০ জন!

নজরবন্দি ব্যুরো: অবশেষে কোয়ারান্টাইন  থেকে ছাড়া পেলেন তাবলিঘি জামাতের ৮০ জন সদস্য। দিল্লির নিজামউদ্দিন এলাকায় একটি ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ায় তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছিল। তিন সপ্তাহ পরে তাঁদের ছুটি দেওয়া হয়। পরীক্ষার পরে ওই ৮০ জনের করোনা নেগেটিভ এসেছে। বুধবার হায়দরাবাদের কোয়ারান্টাইন সেন্টার থেকে তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেয় চিকিৎসকরা।

দিল্লির নিজামউদ্দিন এলাকায় তাবলিঘি জামাতের ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘটনায় বিতর্ক ছড়ায় গোটা দেশ জুড়ে। আর এই ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার কারণে গোটা দেশে প্রায় ৩০ শতাংশ করোনা সংক্রমণ বেড়ে যায়। একাধিক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। অনেক রাজ্যের বহু মানুষ নিজামউদ্দিনে যোগ দিয়ে করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে মৃত্যুও হয় বেশ কয়েকজনের। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে আক্রান্তের অনেকেরই নিজামউদ্দিন যোগ রয়েছে। যার জেরে গোটা দেশে আক্রান্তের সংখ্যাও বেড়েছে বহু। নিজামউদ্দিনে যোগ দেওয়ায় প্রথমে একসঙ্গে ৬ জনের মৃত্যুর ঘটনা সামনে আসে তেলাঙ্গানা থেকে। এরপর এরাজ্যে জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া ও তাঁদের সংস্পর্শে আসা লোকজন মিলিয়ে প্রায় ২৬০০ জনের লালা রস পরীক্ষা হয়। কোয়ারান্টাইনে পাঠানো হয় প্রায় সবাইকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.