Header Ads

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬২ করোনা আক্রান্তের, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় নাজেহাল সমগ্র বিশ্ব। ভারতে ভয়াবহ পরিস্থিতি তৈরির মাঝেও কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু সেই আশার আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে এল মঙ্গলবারের স্বাস্থ্যমন্ত্রী টুইটে। ভারতে করোনা আক্রান্তের বড় একটা অংশ সেরে উঠছিলেন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬২ জন করোনা আক্রান্তের। যা ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৪। আর মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৯৪৩৫। পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক তা বলার অপেক্ষাই রাখে না। এক দিনে রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যুর খবর আসায় গোটা দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ার জেরে চিন্তিত খোদ দেশের স্বাস্থ্য মন্ত্রক।
 প্রসঙ্গত, দুবারের লকডাউনে টানা ৪০ দিন কাটতে চলেছে। তবু কোনভাবেই সংক্রমণ এড়ানোর সম্ভব হচ্ছে না। কেন্দ্রের পাশাপাশি প্রত্যেকটি রাজ্য সরকার তৎপরতার সঙ্গে কাজ করছে। আগের থেকে বাড়ানো হয়েছে হাসপাতাল, আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন কেন্দ্রের সংখ্যা। করোনা পরিস্থিতির জেরে অধিকাংশ জায়গাতেই হটস্পট চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র। সেই এলাকায় ভাইরাসের সংক্রমণ এড়াতে পুলিশ প্রশাসন একাধিক উদ্যোগ নিয়ে কাজ করছে। সামাজিক দূরত্ব মেনে কাজ করার পরও কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা সংক্রমণ। ইতিমধ্যেই বিদেশ থেকে রেপিড টেস্ট কিট নিয়ে আসা হয়েছে।
 তা প্রত্যেক রাজ্যের মধ্যে বিলিও করা হয়েছে। করোনার মোকাবিলায় প্লাজমা থেরাপির ব্যবহার শুরু হয়েছে ভারতে। ইতিমধ্যেই দিল্লির এক করনা আক্রান্ত প্লাজমা থেরাপির পর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আগে স্বাস্থ্য মন্ত্র নিত্যদিনে মৃত্যুর হার ক্রমশ কমছে বলে জানিয়েছিল। দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু সেই মন্ত্রকের রিপোর্টে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হল। এই প্রথম এক দিনে করোনায় রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যু হল ভারতে। গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা ৩০ থেকে ৪৫ -এর আশেপাশে ঘোরাফেরা করছিল। এক লাফে সেই সংখ্যাটা ৬০ ছাড়িয়েছে। বলতো আমাদের দেশেও করো না নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্যের সরকার যৌথভাবে আরো ই কড়া পদক্ষেপ নিতে চলেছে এই করোনা পরিস্থিতিতে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.