Header Ads

করোনা সংক্রমণে ইটালি ও চিনকে টেক্কা দিল আমেরিকা!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে কাঁপছে গোটা পৃথিবী। ভারতেও তার প্রভাব পড়েছে। এখন পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭০০। মৃত্যু হয়েছে ১৭ জনের। অপরদিকে আক্রান্তের সংখ্যায় এবার চিন, ইতালিকে টেক্কা দিল আমেরিকা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত আমেরিকায়।
বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮২,৪০৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও অনেকটাই বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'-এর আগাম সতর্কতা ছিলই, সেই মত আমেরিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পৃথিবীতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ হাজার।
চিনের পর করোনা যেন অভিশাপ হয়ে নেমে এসেছে ইতালি ও আমেরিকার কাছে, ফলে চিনকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমেরিকায়।  নিউইয়র্কের গভর্নর অন্দ্রিউ কৌউমু এই প্রসঙ্গে জানান,"করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে সকল রোগীরা হাসপাতালে ভরতি হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ শ্বাসকষ্টের সমস্যাতে ভুগছেন। ফলে হাসপাতালগুলিতে ভেন্টিলেটরের অভাব দেখা দিয়েছে। রোগীদের বাঁচাতে নিউ ইয়র্ক হাসপাতাল, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যালে দুজন করে রোগীকে একটি ভেন্টিলেটরের সাহায্যে চিকিৎসা করছে।" 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.