Header Ads

করোনা থাবায় পিছিয়ে যেতে পারে টি-২০ বিশ্বকাপ

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। সমস্ত দেশবাসীকে এই কদিন ঘরেই থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুধু ভারতে নয় গোটা বিশ্বে করোনার প্রভাবে কোন ঠাঁসা। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, এমনকী অলিম্পিক- একের পর টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়েছে। আক্রান্ত হয়েছেন অনেক খেলোয়াড়ও। এই রকম অবস্থাই বড়সড় সিদ্ধান্ত নিল আইসিসি। করোনাভাইরাস প্রতিরোধে দুবাইয়ে সদর দফতর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।এই অবস্থাই আইসিসি জানিয়ে দিয়েছে, ৩০ জুন পর্যন্ত কোনওরকম ক্রিকেট নয়। ক্রিকেটার, ফ্যান, ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্যের বিষয় আগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলিও স্থগিত রাখা হয়েছে। ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পিছোতে পারে এই টুর্নামেন্টও।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.