Header Ads

করোনার আবহে কালবৈশাখীর দাপট! হটাৎ আছড়ে পড়ল প্রবল ঝড়, সাথে শিলাবৃষ্টি!

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে সতর্কতা, সন্ত্রস্ত এবং ভীত সাধারণ মানুষ। করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে দেশজুড়ে, রাজ্যের সংখ্যা চার। কাল থেকে কার্যত কার্ফু চলবে ১০ দিন। চরম আতঙ্কিত জনগনের ওপর যেন ক্ষুব্ধ প্রকৃতিও।
সন্ধ্যে নামার সাথে সাথেই শুরু হল ঝড় সাথে পাল্লা দিয়ে শিলা বৃষ্টি! শিলা বৃষ্টির ঠেলায় কার্যত সাদা হয়ে গেছে জলপাইগুড়ি। হটাৎ-ই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হল ঠান্ডা হাওয়া। তারপরেই হটাৎ ঝড় সাথে বৃষ্টি। জলপাইগুড়ি হয়ে ঝড়ের রেস এসে পড়েছে কলকাতা, হাওড়া, বর্ধমান, পুরুলিয়া জেলাতেও। আগামী ২৪ ঘণ্টা এই জেলাগুলি সহ দার্জিলিং, কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও নামবে বলে খবর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.