রাজ্যে চতুর্থ করোনা আক্রান্তের হদিশ মিলল
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে চতুর্থ করোনা আক্রান্তের হদিশ মিলল। শনিবার সন্ধ্যায় জানা যায়, ৫৭ বছর বয়সি এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। তিনি দমদমের বাসিন্দা, গত ১৬ মার্চ থেকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। নিশ্চিত হওয়ার জন্য ফের একবার ওই বৃদ্ধের লালা রস এবং রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। সেখানেও পরীক্ষার করে ওই প্রৌঢ়ের শরীরে করোনা ভাইরাস থাকার প্রমাণ মিলেছে।
হাসপাতালে ওই রোগীর পরিবার যে তথ্য দিয়েছিল, তাতে তিনি সাম্প্রতিককালে বিদেশ যাননি বলেই দাবি করা হয়েছিল। তবে তিনি কোনও করোনা আক্রান্ত বা বিদেশ ফেরত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে আক্রান্তের পরিবারের সঙ্গে বিশদে কথা বলছেন চিকিত্সকরা।
তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। নিশ্চিত হওয়ার জন্য ফের একবার ওই বৃদ্ধের লালা রস এবং রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। সেখানেও পরীক্ষার করে ওই প্রৌঢ়ের শরীরে করোনা ভাইরাস থাকার প্রমাণ মিলেছে।

No comments