Header Ads

করোনা ঠেকাতে রাজ্যের উদ্যোগকে প্রশংসা কংগ্রেস নেতৃত্বের!

নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে আতঙ্কিত গোটা দেশ। সেই আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে বঙ্গের মানচিত্রে। যদিও করোনা ভাইরাস আটকাতে ইতিমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বিনামূল্যে গরিব মানুষকে রেশন সরবরাহ করার ঘোষণাকে ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি আরও বলেন, করোনা ঠেকাতে সরকারের লকডাউন করার সিদ্ধান্ত প্রশংসাযোগ্য। যদিও লকডাউনের বিধি লঙ্ঘন করে কিছু মানুষ এখনও রাস্তায় ঘোরাঘুরি করছে।
এটা গভীর শঙ্কার বিষয়। সাধারণ মানুষ এখনও যদি এই মারণ ভাইরাসের প্রকোপ বুঝতে না পারে তবে পাঞ্জাবের মতন এখানে কারফিউ ঘোষণা করতে হবে। সে ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য দিনের একটা সময় বাইরে যাবার অনুমতি দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের বিষয়টি গুরুত্ব-দিয়ে দেখতে হবে রাজ্যকে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.