Header Ads

করোনা পরিস্থিতিতে দুটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরির লক্ষ্যে ১০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা বড়জোড়ার বাম বিধায়কের

নজরবন্দি ব্যুরোঃ করোনার দাপটে জুবুথুবু আমাদের দেশ ভারতও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের লকডাউনের দ্বিতীয় দিন। করোনা পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে দুটি সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরির লক্ষ্যে বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক নিজের এলাকার উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা দান করলেন। স্থানীয় অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে আপদকালীন ভিত্তিতে আইসোলেশন ওয়ার্ড তৈরির কথা ঘোষণা করেন বাম বিধায়ক সুজিত চক্রবর্তী।

আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে উন্নয়ন তহবিল থেকে অর্থ দান করার কথা জানিয়েছেন তিনি। প্রশাসনের তরফে প্রস্তাব এলে দ্রুত কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিধায়ক সুজিত চক্রবর্তী জানিয়েছেন উদ্ধুত পরিস্থিতির মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এদিকে বিধায়কের এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন বড়জোড়া বিধানসভা এলাকার বাসিন্দারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.