Header Ads

লকডাউন মেনে করোনার বিরুদ্ধে লড়ুন, বার্তা দিলেন শচীন তেন্ডুলকর, ভিডিও ভাইরাল

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আতঙ্কিত গোটা বিশ্ব। এবার করোনা নিয়ে বিশেষ বার্তা দিতে এগিয়ে এলেন শচীন তেন্ডুলকরের।গতকালই প্রধানমন্ত্রী সারাদেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছে।শচীন এই সচেতনতা বার্তা একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলেন।শচীন এই সচেতনতা বার্তা একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলেন।তিনি বলেছেন তিনিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত।পাশাপাশি শচীন বিশ্ববাসীর কাছে এই লকডাউন সফল করার জন্য আবেদন করেছেন।
এই ভিডিওতে শচীন আরো বলেন গত ১০ দিনে তিনি তাঁর কোন আত্মীয় বা কোন বন্ধু বান্ধবের সাথে দেখা করেননি।এবং আগামী ২১ দিন ও তিনি এই কাজটি করবেন। তিনি তাঁর কোন বন্ধু বান্ধব বা আত্মীয়র সঙ্গে দেখা করবেন না।তিনি আরো বলেন সারা পৃথিবীর মানুষ এই করোনার বিরুদ্ধে লড়াই করছে। আর শুধুমাত্র মানুষের পারবে এই লড়াই জিততে।আর এই লড়াইয়ে জেতার একমাত্র পথ হল ঘর থেকে না বেরোনো।নিচের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিন শচীন ঠিকই কি কি বলেছেন।
https://twitter.com/i/status/1241717358596513792

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.