Header Ads

করোনা পরিস্থিতিতে ১০ লক্ষ টাকা করে অর্থ দেওয়ার ঘোষণা রাজ্যের বাম বিধায়কদের

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লকডাউনের আজ তৃতীয় দিন। কোভিড-১৯ -এর জেরে পুরোপুরি স্তব্ধ ভারত। আমাদের রাজ্যের ক্ষেত্রে উব্ধুত পরিস্থিতির মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা নিয়ে রাজ্যবাসীর কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিলেন রাজ্যের বাম বিধায়করা। রাজ্যের প্রত্যেক বাম বিধায়ক তার এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে করোনা ক্ষতে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যে রয়েছেন মোট ২৬ জন বাম বিধায়ক। তাঁরা প্রত্যেকে মিলে মোট ২ কোটি ৬০ লক্ষ টাকা প্রত্যেক এলাকার জেলা শাসকদের তহবিলে দান করবেন বলে জানিয়েছেন। জেলাশাসক দের কাছে দু-একদিনের মধ্যেই বিধায়করা সেই প্রস্তাব পাঠাবেন বলে জানা গিয়েছে।
 বাম বিধায়করা জানিয়েছেন রাজ্যে করোনার চিকিৎসায় সঠিক পরিকাঠামো ও বহু সরঞ্জাম নেই। রাজ্যের মানুষের জন্য বহু সরঞ্জাম প্রয়োজন। আর তাই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন বাম পরিষদীয় নেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন বাম বিধায়করা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে পরিস্থিতির মোকাবিলায় এক যোগে কাজ করার বার্তা দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত আমাদের দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১। গবেষকরা জানিয়েছেন ভারতে করোনা স্টেজ ২ থেকে স্টেজ৩তে প্রবেশ করছে। সেই পরিস্থিতিতে সব রাজ্যকে সংক্রমণ এড়াতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.