Header Ads

রাহুল গান্ধীর রাজনীতি যাই হোক, তিনি আমাদের কাছে দেবদূতের মতো: নির্ভয়ার বাবা

নজরবন্দি ব্যুরো: নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসির পরে স্বস্তি মিলেছে নির্ভয়ার পরিবারের। আর এর পরে প্রকাশ্যে এল অনেক অজানা কথা। আর সেই অজানা কথা জানালেন নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং। নানাভাবে সাহায্যও করেছেন। অনেক সময় অর্থ দিয়ে পর্যন্ত সাহায্য করেছেন। কিন্তু বাইরে সেকথা জানাতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। তিনি হলেন কংগ্রেসের হেভি-ওয়েট নেতা রাহুল গান্ধী।



তিনি আরও  জানান, মেয়ের মৃত্যুর পরে অনেকেই তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেন নি। রাহুল একা তাঁদের টানা সাহায্য করে গিয়েছেন। তাঁর কথায়, "মেয়ের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। রাহুল গান্ধীর রাজনীতি যাই হোক, তিনি আমাদের কাছে দেবদূতের মতো।"

এর পরে বদ্রীনাথ বলেন, রাহুল সবসময় নির্ভয়ার ভাইকে সাহায্য করতেন। রাহুলের সাহায্যেই সে এখন পাইলট। রাজনীতিতে তার কোনও আগ্রহ নেই। রাহুলও নির্ভয়ার পরিবারকে সাহায্য করা নিয়ে কোনও দিন রাজনীতি করেননি।

নির্ভয়ার বাবা বলেন, "রাহুলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তিনি সবসময় বলতেন, আমাদের সাহায্য করার পিছনে তাঁর কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। মানবিক কারণেই তিনি আমাদের সাহায্য করছেন।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.