Header Ads

করোনার জের, ফ্রান্সেই আটকে রাফালে

নজরবন্দি ব্যুরো: রাফালের বাকি বিমানগুলি ভারতের মাটি ছুঁতে আরও কয়েক মাস সময় লাগবে। এবার করোনার থাবা স্থগিত করে দিল রাফালে বিমানগুলির ভারতে প্রবেশ। মে মাসের মধ্যেই ভারতের বায়ুসেনার হাতে পাঁচটি রাফালে বিমান আসার কথা ছিল।
যদিও করোনা সতর্কতায় উৎপাদন বন্ধ রেখেছে ফরাসি সংস্থা দাসো এভিয়েশন। সেই কারণে মে মাসেও বায়ুসেনার কাছে পৌঁছচ্ছে না এই যুদ্ধবিমানগুলি।
করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত ফ্রান্স। বর্তমানে ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে হল ৩৭২। ইতিমধ্যে গোটা দেশে সতর্কতা জারি হয়েছে। কবিতার শহর প্যারিসে এখন আতঙ্কের পরিবেশ।
মানুষের প্রাণ বাঁচাতে একদিকে যেমন বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তেমনই দেশের মানুষের রাস্তায় বেরোনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাফালে সরবরাহ সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে দাসো এভিয়েশন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে রাফালে ফাইটার জেটের দরকার আছে বলেই আগেই জানিয়েছিল বায়ুসেনা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.