Header Ads

করোনা আবহে জন ধন অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে মোদী সরকার।ঘোষণা হতে পারে রাতেই।

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে ত্রস্ত ভারতবাসী; সতর্ক সরকার। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। নেওয়া হচ্ছে একাধিক সতর্কতামূলক ব্যাবস্থা। আর এবার যে খবর সামনে এল তাতে কিছুটা স্বস্তি পাবেন দেশের দিন আনি দিন খাই মানুষেরা।
দেশের যে ৭৫ কোটি মানুষ গণবণ্টন সিস্টেমের আওতায় পড়েন তাঁরা চাইলে ৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান। নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যগুলিতেও। পাশওয়ান জানিয়েছেন,
সরকারের গুদামে ৪৩৫ লক্ষ টন উদ্বৃত্ত খাদ্যশস্য মজুত রয়েছে। যার মধ্যে ২৭২.১৯ লক্ষ টন চাল এবং ১৬২.৭৯ লক্ষ গম রয়েছে। অন্যদিকে, আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; করোনা নিয়ে দেশবাসীকে সচেতন করবেন তিনি। কেন্দ্রের অর্থমন্ত্রক সূত্রে খবর রাতে প্রধানমন্ত্রী দেশের জনগনের জন্যে একটি আশাপ্রদ এবং ভাল খবর শোনাতে পারেন। ইতিমধ্যেই বিষয়টি ভাবনাচিন্তার স্তরে রয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউণ্টে টাকা পাঠানোর ঘোষণা করতে পারেন। তবে কতটাকা তা এখনও স্থির হয়নি বলে খবর।
উল্লেখ্য, নজরবন্দি আগেই প্রশ্ন তুলেছিল যারা চাকুরিজিবি নন তাঁদের কি হবে? রাজ্য বা কেন্দ্র দুই সরকারের পক্ষ থেকেই জনগন কে আবেদন করা হয়েছে যতটা সম্ভব বাড়িতে থাকতে, যেটাকে বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন। কিন্তু যে বিষয় টা নিয়ে কোন গভর্নমেন্ট ভাবছে না সেটা হল, দিনমজুর বা চাকুরিহীন খেটে খাওয়া মানুষের কথা। যে মানুষ গুলি দিন আনে দিন খায় তাঁদের কি হবে? কিভাবে চলবে সংসার? খাবে কি? কেন এই প্রশ্ন উঠল না তা আমার জানা নেই।
কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছেই আবেদন যেন 'দিন আনি দিন খাই' জনগনের কথা ভেবে কিছু উদ্যোগ নেওয়া হয় যত দ্রুত সম্ভব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.