পশ্চিমবঙ্গের সবাই কখনও না কখনও গোমূত্র খেয়েছেন! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
নজরবন্দি ব্যুরো: গোমুত্র নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য বার বার বিতর্ক বাড়িয়েছে। সেই বিতর্কিত কথা বলাও কিছুতেই থামছে না বিজেপি নেতাদের। এবার এমন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংসদ চত্বরে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এই রাজ্যের সবাই কখনও না কখনও গোমূত্র খেয়েছে।
পশ্চিমবঙ্গে পুজোপাঠ হয়, পঞ্চমৃত হয়, সেখানে প্রসাদে সেটা অবশ্যই সেটা দেওয়া হয়। সবাই না জেনে কখনও না কখনও খেয়েছেই। এখন সব নাক সিঁটকাচ্ছে। বিজেপির বিরোধিতা করছে। কিছু লোকের এরকম অভ্যাস আছে, করে এক বলে আর এক। আর কেউ কাউকে জোর করে গোমূত্র খাওয়াবে না। খাওয়াতে পারেও না। এসব নাটকবাজি। বিজেপির বিরোধিতা করার জন্য পরিকল্পনা মাফিক করা হচ্ছে।
সবাই গোমূত্র খায়। পরিস্থিতি এলে আবার খাবে। কাউকে ঘাড় ধরে খাওয়ানো হচ্ছে না। যার বিশ্বাস আছে খাবে। বহু ওষুধ যুগযুগ ধরে চলে আসছে। এটাও এক ধরণের ওষুধ। আমাদের মোরারজি দেশাই তো নিজের মূত্র খেতেন। যাঁরা জানে না কিছু, অর্বাচীন আছে, তাঁরা নতুন জিনিস শুনলে হজম করতে একটু দেরি হয়। যাঁদের কোনও জ্ঞান নেই। তাঁরাই বিজ্ঞানের ঠেকা নিয়েছে। তাঁদের কথা সমাজে কেউ গুরুত্বও দেয় না। সেটা বার বার প্রমাণও হয়েছে। ফলে গোমূত্রে কী আছে তা নিয়ে তাঁদের মাথা ঘামানোর দরকার নেই। সাধারণ মানুষের বিশ্বাস ভাঙার দরকার নেই। এরা গোমূত্রও খায় না, গোদুগ্ধও খায় না। যাঁরা গোমাংস খাচ্ছে, সেদিকে তাকান কীভাবে মরছে।"
পশ্চিমবঙ্গে পুজোপাঠ হয়, পঞ্চমৃত হয়, সেখানে প্রসাদে সেটা অবশ্যই সেটা দেওয়া হয়। সবাই না জেনে কখনও না কখনও খেয়েছেই। এখন সব নাক সিঁটকাচ্ছে। বিজেপির বিরোধিতা করছে। কিছু লোকের এরকম অভ্যাস আছে, করে এক বলে আর এক। আর কেউ কাউকে জোর করে গোমূত্র খাওয়াবে না। খাওয়াতে পারেও না। এসব নাটকবাজি। বিজেপির বিরোধিতা করার জন্য পরিকল্পনা মাফিক করা হচ্ছে।

No comments