করোনা ভাইরাসের সাথে লড়াই করতে আগামী রবিবার জনতা কার্ফুর ডাক প্রধানমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ আগামী রবিবার ২২ মার্চ সকাল৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, 'জনতা কার্ফু মানে জনতার জন্য জনতার উপর আরোপিত কার্ফু।' ঐ দিন সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মানুষ বাইরে বেরবে না, নিজের নিজের ঘরে থাকবে। আজ জাতীর উদ্দেশে ভাষণে এই আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন 'আগামী কয়েক সপ্তাহ বাড়ি থেকেই কাজ করার চেষ্টা করুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না।' তাঁর কথায়, কেউ যদি মনে করেন যে আপনি ঠিক আছেন, আপনার কিছু হবে না। এই ভেবে যদি সব জায়গায় ঘোরাফেরা করেন, তাহলে আপনি ঠিক নন।
আপনি আপনার পরিবারের সঙ্গে অন্যায় করবেন। এছাড়া তিনি আরও বলেন সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে, আর বেসরকারি সংস্থার মালিকদের কাছে মানবিকতার খাতিরে অনুপস্থিত কর্মীদের মাইনে না কাটারও আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি খাদ্যশস্য নিয়েও সবাইকে আশ্বস্ত করেন তিনি। দেশে যথেষ্ট পরিণাম খাদ্য মজুত রয়েছে তাই এই বিষয়ে ভয়ের কিছু নেই বলেও উল্লেখ করেন।

No comments